বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ওই দু’টি ট্রান্সফরমার বিকল হয়ে যায়।
বিকল ট্রান্সফরমার সচলে উদ্যোগী হয়ে উঠেছে সংশ্লিষ্টরা।
তিনি জানান, কেওয়াটখালী গ্রিড থেকে নগরীতে ১৪১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। রাতে হঠাৎ করেই গ্রিডের দু’টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। শিগগির ট্রান্সফরমার দু’টি সচল হবে।
এদিকে, ট্রান্সফরমার দু’টি বিকল হয়ে পড়ায় অন্ধকার নেমে এসেছে নগরীর বিভিন্ন এলাকায়। দুঃসহ গরমে ঘরের ভেতরে টেকা দায় হয়ে উঠেছে। বৃদ্ধ ও শিশুরা গরমে সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়েছেন। বৃষ্টি হওয়ায় বাইরেও কেউ বের হতে পারছেন না। ফলে ভ্যাপসা গরমেই হাঁসফাঁস অবস্থার মধ্যে পড়েছেন নগরীর বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এমএএএম/আরএ