ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের ছয়টি রাইজার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের ছয়টি রাইজার জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের ছয়টি রাইজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন বলেন, অভিযানে শহরের গোকর্ণঘাট এলাকার অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করা হয়।

এরপর গ্যাস আইন ২০১০ ধারার  আওতায় এসব অবৈধ গ্যাস সংযোগের ছয়টি রাইজার জব্দ করা হয়। যাতে কেউ অবৈধ গ্যাস সংযোগ নিতে না পারে সেজন্য আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) মো. আবু জাফর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।