তিনি বলেন, ‘বাংলাদেশে গ্রীষ্মকালে আর নেপালে শীতকালে বিদ্যুতের সংকট দেখা দেয়। আমরা যদি গ্রিড কানেক্টিভিটি তৈরি করতে পারি, তাহলে আমরা শীতকালের উদ্বৃত্ত বিদ্যুৎ নেপালকে দিতে পারি।
রোববার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইডকলের আন্তর্জাতিক কর্মশালা ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
তিন দিনব্যাপী মেলায় নবায়নযোগ্য জ্বালানি খাতের দেশি-বিদেশি ৩৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। কর্মশালায় অংশ নেবেন ১৫টি দেশের ৫০ জন ও ৮০ জন দেশি প্রতিনিধি।
মেলার মূল উদ্দেশ্য হচ্ছে- নবায়নযোগ্য জ্বালানি খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের আদর্শ প্লাটফর্ম তৈরি, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, বাজার সম্প্রসারণ।
ইডকলের এটি দ্বিতীয় আয়োজন। গত বছর প্রথম আয়োজনটি অনুষ্ঠিত হয় নেপালে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসআই/এএসআর