ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বাঘারপাড়ার দুই গ্রামে বিদ্যুৎ সংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
বাঘারপাড়ার দুই গ্রামে বিদ্যুৎ সংযোগ বাঘারপাড়ার দুই গ্রামে বিদ্যুৎ সংযোগ

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট ও রাঘবপুর গ্রামে প্রায় আড়াই কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়।  

এতে সভাপতিত্ব করেন বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামাদ মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন- বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বাঘারপাড়া পৌর আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহম্মেদ মিল্টন, বাঘারপাড়া পৌর প্যানেল মেয়র শরিফুল ইসলাম, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো হান্নান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাফর, জামির হোসেন, দীপংকর অধিকারী, রবিউল ইসলাম, প্রভাষক কাওসার পারভেজ, রওশন, সাইফুল ইসলাম, বন্দবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল, আওয়ামী লীগ নেতা লিন্টু রায়, রুবেল রানা, সঞ্জয় বসু, গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার বিশ্বাস, বন্দবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।

দেড় শতাধিক পরিবার নতুন এ বিদ্যুৎ সংযোগের আওয়তায় এসেছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।