রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা তৌহিদুল ইসলাম, গ্রাহকসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। কথপোকথনের একপর্যায়ে এ জেলায় উৎপাদিত সর্বোচ্চ ধান-চাল দেশের খাদ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরে একজন ইমামের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের কল্যাণে নেয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
আরএ