ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ফের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈন উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
ফের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈন উদ্দিন

ঢাকা: মেজর জেনারেল মঈন উদ্দিনকে ফের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

অবসরোত্তর ছুটি ভোগরত সেনাবাহিনীর এ কর্মকর্তাকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর সংস্থার চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বুধবার (১০ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
সংস্থার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ২০১১ সালের ২৪ অক্টোবর থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন মঈন উদ্দিন।


 
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।