ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ঢাবিতে নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন ১৩ ফেব্রুয়ারি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
ঢাবিতে নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন ১৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮ তম নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন ও গ্রিন এক্সপো ২০১৮’ শীর্ষক জাতীয় সেমিনার শুরু হবে ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শক্তি ইন্সটিটিউট কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শক্তি ইন্সটিটিউট ও বাংলাদেশ সৌরশক্তি সমিতির যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মূল মিলনায়তনে তিন দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়াও নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির সরঞ্জামাদির প্রদর্শনী হবে। এবারের সেমিনারের মূল আলোচ্য বিষয় “সাসটেইনেবল এনার্জি ম্যানেজমেন্ট”।

সংবাদ সম্মেলনে সেমিনারের বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক।

তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সম্মেলনের অন্য দিনগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ অন্যরা উপস্থিত থাকবেন।

এছাড়া প্রদর্শনীতে শক্তি ইন্সটিটিউটের উদ্ভাবিত ‘সোলার ইলেক্ট্রনিক ইন্ডাকশান কুকারসহ অন্যান্য উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হবে। প্রদর্শনীটি সম্মেলন চলাকালীন সকলের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।