ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জুন ৩, ২০১৮
বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু বড়পুকুরিয়া কয়লা খনি গেট। ছবি বাংলানিউজ

পার্বতীপুর (দিনাজপুর): টানা ২১ দিন পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

রোববার (৩ জুন) সকাল ৭টার শিফটে কাজে যোগ দিয়ে শ্রমিকরা কয়লা উত্তোলন শুরু করেছেন।  

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

 

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ১৩ দফা ও ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে সঙ্গে নিয়ে শ্রমিকরা ১৩ মে সকাল থেকে খনি গেটে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে আসছিলেন। এ অবস্থা নিরসনে শনিবার (২ জুন) রাতে খনি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে ত্রিপক্ষীয় এক ফলপ্রসু বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাত পৌনে ১১টার দিকে শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা,  জুন ৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।