ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

মিঠামইনে ৩০০ পরিবারে নতুন বিদ্যুৎসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
মিঠামইনে ৩০০ পরিবারে নতুন বিদ্যুৎসংযোগ বিদ্যুৎসংযোগ উদ্বোধন করছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের শ্যামপুর গ্রামের ৩০০ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

সোমবার (২৩ জুলাই) বেলা আড়াইটার দিকে গোপদিঘী ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিদ্যুৎসংযোগ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহিদ ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন-নিকলী) তারেক কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম ভূঁইয়া, প্রচার সম্পাদক মঈন উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জাঙ্গাহীর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।