ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

সিলেটে অবৈধ গ্যাস সিলিন্ডার কারাখানা সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
সিলেটে অবৈধ গ্যাস সিলিন্ডার কারাখানা সিলগালা অবৈধ গ্যাস সিলিন্ডার কারখানা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি পল্লি এলাকায় অবৈধ গ্যাস সিলিন্ডার কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অবৈধভাবে গ্যাস রিফুয়েলিংয়ের দায়ে কারখানার মালিক ফজর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার (২২ অক্টোবর) বিকেলে কারাখানাটি সিলগালা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার বিরাইমারা গ্রামের আব্দুল মালিকের ছেলে ফজর আলী অবৈধভাবে তৈরি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিলেন।

তিনি কারখানায় বসে ১২ কেজির সিলিন্ডার থেকে গ্যাস রিফুয়েলিং করে ছয় কেজিতে রুপান্তর করে বিক্রি করতেন।  

জৈন্তাপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৬টি সিলিন্ডার জব্দ করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করে মালিক ফজর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।