ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

রাঙামাটি: টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল নামতে থাকায় রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েই চলেছে। এতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের সবগুলো দিয়ে একযোগে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। রোববার (১৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত ছিল।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ড. এম এম এ আব্দুজ্জাহের জানান, দুপুর পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিলো ১০১ ফিট এমএসএল (মিনস্ সি লেভেল)। এখন বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে উৎপাদন বেড়ে দাঁড়ায় ২০২ মেগাওয়াট।

তিনি জানান, পানির উচ্চতা আরো বৃদ্ধি পেলে কাপ্তাই বাঁধের স্পিল ওয়ে দিয়ে অতিরিক্ত পানি ছাড়া হবে। কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ ছিলো। ফলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে ৪০ মেগাওয়াডে এসে দাঁড়ায়।

এদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটি শহরসহ বিভিন্ন উপজেলায় হ্রদ তীরবর্তী বসতবাড়ি পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঘাইছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। রোববার সকাল থেকে বৃষ্টিপাত কম হওয়ায় পানি নামতে শুরু করেছে। বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে বলে জানান স্থানীয়রা।  

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।