বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণশুনানিতে এ প্রস্তাব করা হয়।
শুনানির প্রথম পর্বে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে জুরি বোর্ডের দ্বায়িত্ব পালন করেন বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম। এছাড়াও জুরি বোর্ডে ছিলেন কমিশনের সদস্য রহমান মুর্শেদ মিজানুর রহমান, আব্দুল আজিজ খান ও মাহমুদউল হক ভুঁইয়া।
বর্তমানে বিদ্যুতের সঞ্চালন মূল্য কিলোওয়াট-ঘণ্টা প্রতি মূল্য গড়ে শূন্য দশমিক ২৭৮৭ টাকা। পিজিসিবি প্রস্তাবিত মূল্য শূন্য দশমিক ৪২০২ টাকা। যা বর্তমান মূল্যের চেয়ে শতকরা ৫০ দশমিক ৭৭ ভাগ বেশি।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ২০২০ সালের জানুয়ারি মাস থেকে শূন্য দশমিক ০১৯৩ টাকা বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ রয়েছে। যা করা হলে বিদ্যুৎ সঞ্চালন মূল্য ৬ দশমিক ৯২ শতাংশ বাড়বে।
রোববার (১ ডিসেম্বর) থেকে টানা তিনদিন চলবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
আরকেআর/এএ