ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নাটোর পল্লী বিদ্যুতের ঘাটতি সাড়ে ৪ কোটি টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
নাটোর পল্লী বিদ্যুতের ঘাটতি সাড়ে ৪ কোটি টাকা

নাটোর: নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় এবারের মোট ঘাটতির পরিমাণ ৪ কোটি ৫৫ লাখ ৫১ হাজার ৬৯৮ টাকা। গত অর্থবছরে সমিতিতে প্রতি ইউনিট বিদ্যুৎ বিলে দশমিক ১৬ পয়সা ঘাটতিতে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সমিতির সদর দপ্তর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অনুষ্ঠিত ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।

সমিতির বোর্ড সভাপতি ওয়াছেক আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

 

স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপক (জিএম) মোমীনুল ইসলাম। আরও বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী সাব্বির ফেরদৌস, কোষাধ্যক্ষ জামিল হোসেন, এলাকা পরিচালক ফাদার বিকাশ, জহুর আহমেদ, সোহরাব হোসেন, শিউলী রাণী মৈত্র প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।