ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিলের বিদ্যুৎ বিলের বিলম্ব ফি মওকুফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিলের বিদ্যুৎ বিলের বিলম্ব ফি মওকুফ বিদ্যুৎবিল

ঢাকা: দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিল-২০২০ মাসের বিদ্যুৎ বিলের বিলম্ব ফি (মাশুল) মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রোববার (২২ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ অধিশাখার উপসচিব আইরন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আরও পড়ুন>>>ফেব্রুয়ারি-মে মাসের গ্যাস বিল দেওয়ার সময়সীমা শিথিল

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না।

এ পরিপ্রেক্ষিতে বিদ্যুতের গ্রাহকরা ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের বিদ্যুৎ বিল সময়মতো দিতে পারবেন না মর্মে প্রতীয়মান হচ্ছে।

উপযুক্ত অবস্থার পরিপ্রক্ষিতে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল-২০২০ এর বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে সারচার্জ/ বিলম্ব মাশুল ব্যতিরেকে পরিষদের নিমিত্তে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।