শনিবার (২৫ এপ্রিল) রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ এপ্রিল রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান ফুসে এটমফ্লোট-এর মহাপরিচালক মুস্তফা কাসকা এবং এসভেজদার মহাপরিচালক সের্গেই সেলুইকা ওই চুক্তিতে স্বাক্ষর করেন।
নতুন আইসব্রেকারটি চালু হলে আর্কটিক মহাসাগরের উত্তর ভাগে নিয়মিত ও নিরাপদ কার্যক্রম পরিচালনা এবং নর্দার্ন সি-রুটে সারা বছর ধরে জাহাজ চলাচল নিশ্চিত হবে।
আইসব্রেকারটিতে মোট ১২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি রুশ আরআইটিএম পারমাণবিক রিয়্যাক্টর বসানো হবে। ২২০ মিটার দীর্ঘ এবং ৪৭.৭ মিটার প্রস্থ আইসব্রেকার এ জাহাজের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ২২ নটস এবং এটি সর্বোচ্চ ৪ মিটার পুরু বরফ কেটে এগোতে পারবে।
উল্লেখ্য, রোসাটম বর্তমানে বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার বহর পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এসকে/এইচজে