রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রোসাটম রূপপুর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
তাপ বিনিময়ের কাজে আবশ্যক ১৪ মিটার দীর্ঘ এবং চার মিটারের অধিক ব্যাসের জেনারেটরটির ওজন ৩৫০ টন। স্টিম জেনারেটর ভেসেলের ভিতর টিউব বান্ডেলসহ অন্য অংশের স্থাপনের কাজে বিশেষজ্ঞদের সময় লেগেছে ২২ দিন। ১১ হাজার কয়েলের সমন্বয়ে তৈরি হয়েছে এ টিউব বান্ডেল।
বিশেষজ্ঞরা স্টেইনলেস স্টিলের তৈরি টিউব থেকে বিভিন্ন মাপের কয়েল তৈরি করেন। এগুলোর কাটিং, গ্রাইন্ডিং ও যাবতীয় পরীক্ষা সম্পন্ন হবার পর একটি বিশেষ নকশা অনুযায়ী এগুলো সাজানো হয়। টিউবের মুখগুলো সংযুক্ত করা হয় ‘প্রাইমারি কালেক্টর’র সঙ্গে।
পরবর্তী ধাপে বাষ্প জেনারেটরের তলদেশে ওয়েল্ডিং করা হবে।
হাইড্রোলিক এবং অন্য পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে এটির ওপর, যার মধ্যে এসজি টিউবের এডি কারেন্ট কয়েল টেস্টিংও অন্তর্ভুক্ত।
রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) যন্ত্রনির্মাণ শাখা এটমএনার্গোমাশ’র একটি অংশ এইএম টেকনোলজি। রূপপুর প্রকল্পে রিয়্যাক্টর কমপার্টমেন্টের জন্য সব যন্ত্রপাতি এবং টার্বাইন আইল্যান্ডের অধিকাংশ যন্ত্রপাতি সরবরাহ করছে এটমএনার্গোমাশ। রুশ নকশা অনুযায়ী নির্মাণাধীন রূপপুর প্রকল্পে প্রতিটি ইউনিটে স্থাপিত হবে সর্বাধুনিক ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ৩০, ২০২০
এসকে/এনটি