ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সৌরবিদ্যুৎ সংরক্ষণের সময় এসেছে: তৌফিক-ই-ইলাহী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
সৌরবিদ্যুৎ সংরক্ষণের সময় এসেছে: তৌফিক-ই-ইলাহী ..

ঢাকা: সোলার সিস্টেম (সৌরবিদ্যুৎ) স্টোরেজের (সংরক্ষণ) এখন সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে অনলাইনে ‘ফিউচার অব রুফটপ সোলার ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তৌফিক-ই-ইলাহী বলেন, সোলার সিস্টেম কিন্তু পুরোপুরি বিদ্যুৎ নয়। বিদ্যুৎ ২৪ ঘণ্টার জন্য হয়। যে বিদ্যুৎ রাতে থাকবে না, সেটা পুরোপুরিতো বিদ্যুৎ হলো না। এখন যদি সারাদেশে সব বন্ধ করে সোলার প্যানেল বসানো হয়, তাহলে এ বিদ্যুৎ রাতে কে সরবরাহ করবে, আমাদের এটাও ভাবতে হবে। আমি মনে করি, সোলার সিস্টেম স্টোরেজে যাওয়ার এখন সময় এসেছে। সোলার সিস্টেম স্টোরেজে উৎসাহী করতে হবে।  

তিনি আরও বলেন, অফপিকে আমরা বর্তমান সময়ে বিদ্যুতে সারপ্লাস রয়েছি। দিনের বেলা অফপিক আওয়ারে ক্যাপাসিটির ৩০, ৪০, ৫০ শতাংশ আমাদের লাগে না। সেই সময় যদি আরও অতিরিক্ত বিদ্যুৎ পাই, তাহলে আমাদেরতো কোনো লাভ হচ্ছে না। সুতরাং আপনাদের অনুরোধ করবো কীভাবে সোলার বিদ্যুৎ ২৪ ঘণ্টা সরবরাহ করা যায় সেদিকে এখন থেকেই দৃষ্টিপাত করতে।

তৌফিক-ই-ইলাহী প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী যেটা বলেন, ঘর থেকে বের হবার সময় আপনারা বিদ্যুতের লাইট অফ করে বের হবেন। এটা হচ্ছে আমাদের দায়িত্ববোধ। আমার যতটুকু প্রয়োজন আমি তার থেকে বেশি ব্যবহার করবো না। উন্নত দেশ বিদ্যুৎ অনেক অপচয় করে। আবার তারাই এখানে এসে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলে। আমাদের নিজেদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। এটা আমাদের সমাজের প্রতি, বাংলাদেশ ও পৃথিবীর প্রতি, আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি দায়িত্ববোধ।  

আলোচনায় সভায় কি-নোট উপস্থাপন করেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নবায়নযোগ্য জ্বালানির প্রধান এনামুল করিম পাভেল। উপস্থাপনা করেন পাওয়ার অ্যান্ড এনার্জি পত্রিকার সম্পাদক মোল্লা মো. আমজাদ হোসেন।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা করেন- টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের প্রধান ড. সাইফুল হক, এনার্জি বিশেষজ্ঞ সালেক সুফি, আল মোদাব্বির বিন আনোয়ার, এমএনআর মুনয়ার মঈন, তানজীল চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।