ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ট্রান্সমিটার বিস্ফোরণ, গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ডিস্ট্রিক্ট কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
ট্রান্সমিটার বিস্ফোরণ, গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

গাইবান্ধা: পলাশবাড়ী পাওয়ার গ্রিডে ট্রান্সমিটার (সিটি) বিস্ফোরণ হওয়ায় গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ট্রান্সমিটারটি (সিটি) বিস্ফোরণ হয়।

সন্ধ্যায় পলাশবাড়ী পাওয়ার গ্রিডে কর্মরত সহকারী প্রকৌশলী সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, নেসকোর আওতাধীন বিদ্যুৎ সরবরাহ লাইনের গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ফিডরের একটি কারেন্ট ট্রান্সমিটারটি বিস্ফোরণ হয়ে বিকল হয়ে যায়। এতে গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

তিনি আরো জানান, ট্রান্সমিটার (সিটি) বিস্ফোরণের কারণে কোনো অগ্নিকাণ্ড বা হতাহাতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।