ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানি শুরু

সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২
বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানি শুরু

ঢাকা: বিতরণ সংস্থাগুলোর জন্য বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) হলকক্ষে এ শুনানি শুরু হয়।



শুনানি নিচ্ছেন বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, কমিশন সদস্য ড. সেলিম মাহমুদ ও প্রকৌশলী ইমদাদুল হক।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আগামী ১ এপ্রিল থেকে বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম ১১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

এদিকে, বিইআরসি বিদ্যুতের পাইকারি দাম ৫ দশমিক ৭৯ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে।

পিডিবির প্রস্তাবে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবছরে কম দামে বিদ্যুৎ বিক্রি করায় তিন হাজার ৯৮৬ কোটি টাকা ঘাটতি হয়েছে।

অর্থাৎ ওই অর্থবছরে ডিসেম্বর মাস পর্যন্ত সরকারের ভর্তুকি দেওয়ার কথা থাকলেও ৩৭ কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছে।

এছাড়া ২৯ ডিসেম্বর ২০১১ তারিখে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ানো হয়। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি ১৩৩ কোটি ৮০ লাখ টাকা ঘাটতি হয়েছে।

বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।