ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সর্বনিম্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সর্বনিম্ন

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে পৌঁছেছে।  

রোববার (২৭ নভেম্বর) এ তথ্য জানা গেছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে।

জেলায় বৃষ্টিকম হওয়ায় কাপ্তাই হ্রদে যথেষ্ট পরিমাণ পানি থাকায় শীতের শুরুতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ১ নম্বর ইউনিটটি মেরামত করা হচ্ছে। হ্রদে পানি স্বল্পতার কারণে ৩, ৪ এবং ৫ নম্বর ইউনিটটি সচল করা যাচ্ছে না।

বছরের অন্যান্যবারের ন্যায় চলতি মওসুমে কাপ্তাই হ্রদে রোলকার্ভ অনুযায়ী ১০৬ দশমিক ৬ ফুট মিনস সি লেভেল (এমএসএল) পানি থাকার কথা। কিন্তু হ্রদে পানি রয়েছে ৯০ দশমিক ৯ ফুট মীন সি লেভেল (এমএসএল)।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন বলেন, চলতি মওসুমে রাঙামাটিতে বৃষ্টি কম হওয়ায় হ্রদে পানি থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। যে কারণে আশঙ্ক করা হচ্ছে যেকোনো সময় লোডশেডিং বেড়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।