ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশন আয়োজিত ‘ন্যাশনাল মার্চ অন ওয়াশিংটন’ নামের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গণহত্যা বন্ধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে সারা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ হামলায় ওয়াশিংটন সরাসরি মদদ দিচ্ছে। নারী শিশুসহ নিরীহ মানুষ হত্যা করেই চলছে ইসরায়েল। এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলা বন্ধ করতে হবে। বিশ্ব মানবতাকে এগিয়ে আসতে হবে। গাজায় খাদ্য ও পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে হাজারও প্রবাসী বাংলাদেশি এবং আমেরিকাররা সমাবেশে অংশ নেন। এ সময় তারা ‘ফ্রি ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘স্টপ জেনোসাইড‘, লেখা প্ল্যাকার্ড বহন করেন ও স্লোগান দেন।
বক্তরা আবারও যুদ্ধবিরতির বাস্তবায়ন করার দাবি জানান। এসময় তারা ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আর্কষণ করেন। যুদ্ধবিরতি কার্যকর করতে ট্রাম্প প্রশাসনের সহযোগিতা চান।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
নিউজ ডেস্ক