ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ‘ন্যাশনাল মার্চ অন ওয়াশিংটন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ‘ন্যাশনাল মার্চ অন ওয়াশিংটন’

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশন আয়োজিত ‘ন্যাশনাল মার্চ অন ওয়াশিংটন’ নামের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গণহত্যা বন্ধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে সারা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ হামলায় ওয়াশিংটন সরাসরি মদদ দিচ্ছে। নারী শিশুসহ নিরীহ মানুষ হত্যা করেই চলছে ইসরায়েল। এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলা বন্ধ করতে হবে। বিশ্ব মানবতাকে এগিয়ে আসতে হবে। গাজায় খাদ্য ও পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।  

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে হাজারও প্রবাসী বাংলাদেশি এবং আমেরিকাররা সমাবেশে অংশ নেন। এ সময় তারা ‘ফ্রি ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘স্টপ জেনোসাইড‘, লেখা প্ল্যাকার্ড বহন করেন ও স্লোগান দেন।  

বক্তরা আবারও যুদ্ধবিরতির বাস্তবায়ন করার দাবি জানান। এসময় তারা ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আর্কষণ করেন। যুদ্ধবিরতি কার্যকর করতে ট্রাম্প প্রশাসনের সহযোগিতা চান।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।