ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে মুক্তিযোদ্ধা-সংগঠক আলী হায়দারকে সংবর্ধনা

আনোয়ার হোসেন মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
কাতারে মুক্তিযোদ্ধা-সংগঠক আলী হায়দারকে সংবর্ধনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার থেকে: বীর মুক্তিযোদ্ধা ও বায়রা’র সিনিয়র সহ-সভাপতি আলী হায়দার চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সন্দ্বীপ ইয়ং সোসাইটি কাতার।

রোববার (২৯ মার্চ) স্থানীয় সময় রাতে দোহা সিটির গ্র্যান্ড কাতার প্যালেস হোটেল কনফারেন্স হলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।



সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আলী হায়দার চৌধুরী। এসময় তিনি স্বল্প খরচে কাতারে লোক পাঠানোর সরকারি ঘোষণা প্রসঙ্গে কথা বলেন। আলী হায়দার বলেন, মেডিকেল খরচ, কল্যাণ ট্রাস্ট ও বিমানের টিকেটের দাম না কমিয়ে কিভাবে অভিবাসন ব্যয় কমানো সম্ভব? তবে সরকার অভিবাসন ব্যয় শূন্য করতে পারলে রিক্রুটিং এজেন্ট মালিকরাও সরকারি নিয়ম মেনে বিদেশে জনশক্তি পাঠাতে পারবে।

তিনি বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে অভিবাসন খরচ অনেক বেশি। আগের তুলনায় মেডিকেল চেকআপ ফি, কল্যাণ ট্রাস্ট ফি ও বিমানের টিকেটের দাম বেড়েছে কয়েকগুণ। সরকার এ বিষয়ে পদক্ষেপ নিলে অভিবাসন খরচ অনেক কমে আসবে।

সংগঠনের আহ্বায়ক সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক ইসমাইল ইমু, সদস্য সালাউদ্দিন লাবলু, সদস্য মো. শাহিন, সদস্য মাকছুদুর রহমান সেতু, সন্দ্বীপ সমিতি কাতার শাখার সহ-সভাপতি মো. জামসেদ, বায়রা সদস্য চোটন, চট্টগ্রাম সমিতি কাতার শাখার উপদেষ্টা ওমর ফারুখ চৌধুরী, চট্টগ্রাম সমিতি কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফ হোসাইন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বরিশাল সমিতি কাতার শাখার সাধারণ সম্পাদক মাহবুল আলম প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।