ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

স্বাধীনতা দিবসে ফ্রান্স বিএনপির সভা

এনায়েত হোসেন সোহেল, প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
স্বাধীনতা দিবসে ফ্রান্স বিএনপির সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ফ্রান্স বিএনপি।

রোববার (২৯ মার্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম ও জুনেদ আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাধারন সম্পাদক এম এ তাহের, সহ-সভাপতি হেনু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী জালাল খান, নারী নেত্রী শামীমা আক্তার রুবী, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিছবাহ, সৈয়দ জালাছুর রহমান, সারা শফি উল্ল্যা, প্রচার সম্পাদক শ্যামল দাস সানী, যুবদলের সংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জাহিদ হোসেন, প্রচার সম্পাদক শ্যামল দাস, ফজলুল করিম শামিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অমর গাজী, বাবুল শিকদার, জাহিদুল ইসলাম প্রমুখ।

ফ্রান্স বিএনপি নেতারা বলেন, শহীদ জিয়ার ঘোষিত স্বাধীনতা এবং রক্ত অর্জিত গণতন্ত্র শেখ হাসিনার হিংস্র থাবায় ক্ষতবিক্ষত।   ক্ষমতার জন্য বতর্মান সরকার গণতন্ত্রকে হত্যা করে লাখো প্রাণের বিনিময়ে অজির্ত স্বাধীনতার মর্যাদাকে কলংকিত করেছে।

একাত্তরে শহীদ জিয়াউর রহমানের ডাকে যেভাবে মুক্তিযুদ্ধে দেশ প্রেমিকরা ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তেমনিভাবে খালেদা জিয়ার ডাকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বিএনপি নেতারা।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।