ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বিভিন্ন দেশে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
বিভিন্ন দেশে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার আহ্বান

ঢাকা: বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর উচ্চতর গবেষণার জন্য নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল।

নেদারল্যান্ডসে হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।



স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকীতে উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) দূতাবাস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এ সময় বিশ্বের অন্যান্য রাষ্ট্রনায়কের মতো বঙ্গবন্ধুর জীবনের ওপর ব্যাপক গবেষণার মাধ্যমে নৃ-তাত্ত্বিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত বেলাল। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।
 
অনুষ্ঠানে শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়।
 
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর উন্মুক্ত সাধারণ আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরেন এবং বাঙালি জাতির জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু, তার পরিবার এবং ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সবার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করে অনুষ্ঠান শুরুর পর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

একই সঙ্গে প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ সঞ্চারিত করার লক্ষ্যে মহান এ নেতার জীবন ও আদর্শের ওপর নানান পরিবেশনার আয়োজন করা হয়। এতে অংশ নেয় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোররা।

কিশোর ইশরাক তার উপস্থাপনায় বিদেশি রাষ্ট্রনায়ক ও গণমাধ্যমের দৃষ্টিতে বঙ্গবন্ধুকে তুলে ধরে, অবন্তিকা প্রবাসী হয়েও বঙ্গবন্ধুর আদর্শ কিভাবে ভালো বাঙালি হওয়ার প্রেরণা যোগায় তার বর্ণনা দেয়। একইভাবে ইলমা ও অহনা তাদের দৃষ্টিতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা দিক সহজ-সাবলীলভাবে উপস্থাপন করে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
জেপি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।