ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভিয়েনায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ভিয়েনায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী  উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এশিয়া হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউট (আইপিআই) নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ও এটিএন বাংলার প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।



রোববার (২৫ অক্টোবর) অস্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

সভায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী-লেখক-সাংবাদিক এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, শামছুল ইসলাম, শফিকুল ইসলাম, মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক  শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আমিনুল ইসলাম ও এহসানুল হক হেলাল।

মনজুরুল আহসান বুলবুল বলেন, নিষ্পাপ শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শেষ চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু মধুমতির বুক থেকে উঠে আসা বঙ্গবন্ধুর প্রথম প্রজন্মের শেখ হাসিনা আজ নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে।

বঙ্গবন্ধুর দ্বিতীয় প্রজন্ম টিউলিপ সিদ্দিক আজ টেমস বিধৌত ব্রিটেনের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। কাজেই ঘাতকদের চক্রান্ত বাস্তবায়িত হয়নি। কিন্তু দেশে-বিদেশে চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশে  ও দেশের বাইরে বঙ্গবন্ধুর অনুসারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, শিশু রাসেলের উত্তরাধিকার আজকের তরুণ প্রজন্ম যেভাবে জয় বাংলাকে ধারণ করছে তাতে চক্রান্তকারীরা পরাস্ত হবে এটা নিশ্চিত।
 
এম নজরুল ইসলাম বলেন, রাসেলকে প্রাণ দিতে হলো স্বাধীন দেশে। যে দেশের স্থপতি তার বাবা।

অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।