ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে চাঁদপুর সমিতির আলোচনা সভা

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
কাতারে চাঁদপুর সমিতির আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দোহা: কাতারে চাঁদপুর সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় নাজমা হৈ চৈ রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মাহফুজ আহমেদ। সভা পরিচালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ই এম আকাশ।

সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. মানিক, সহ-সভাপতি সিরাজুল আলম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, মো. মাসুদ শেখ, আপ্যায়ন সম্পাদক সোহাগ, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, কবির হোসেন, রুহুল আমিন, মিজানুর রহমান, ফয়সাল, রুবেল ও পলাশ।

সভায় বক্তারা চাঁদপুরের উন্নয়নে কাতারের চাঁদপুর প্রবাসীদের শক্তিশালী ভূমিকা পালন করার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএইচএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।