ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি

ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে স্মারক লিপি প্রদান

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে স্মারক লিপি প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কোপেনহেগেন: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন প্রণয়নের দাবিতে ডেনমার্কে বাংলাদেশ মিশনে স্মারক লিপি দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সরকার বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।



ডেনমার্ক বাংলাদেশ মিশনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ মিশন হেড অব চ্যান্সারি শাকিল শাহরিয়ার।

ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়ার নেতৃত্বে এ সময় সহ-সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভুইয়া, দফতর সম্পাদক হিল্লোল বড়ুয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাহমিদ আল মাহিদ   প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, ১৯৭৫ সালের আগস্ট মাসের পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করা শুরু হয়। ১৯৯৬ সাল পর্যন্ত এ অবস্থা অব্যাহত ছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি মানে লাখ শহীদের আত্মত্যাগকে অপমান করা।

আমাদের দাবি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বর্তমান সরকার আইন প্রণয়ন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিভ্রান্তি থেকে মুক্ত করবে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।