ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
কাতারে বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস উদ্বোধন জায়াদ ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রফতানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে প্রবাসের মাটিতে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নতুন ধারায় তুলে ধরতে কাতারে একটি রেডিমেড গার্মেন্টস প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটি রাজধানী দোহার প্রাণকেন্দ্র সু আল খারেজে বাংলাদেশি মালিকানাধীন আল জায়াদ ফ্যাশন নামে এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দীন, মতিন পাটোয়ারী, বাশার সরকার, আবুল কাশেম, শাহ আলম, ইউসুফ আহমেদ ও শাজাহান সাজু প্রমুখ।

প্রতিষ্ঠানের নতুন উদ্যোক্তা মেসবাহ উদ্দীন, ব্র্যান্ডিং বাংলাদেশের সভাপতি শামস শাহিন, আল আমিন ও ফয়সাল আহমেদ বাংলানিউজকে জানান, প্রবাসে শুধুমাত্র বাংলাদেশি পণ্যের সম্ভাবনা ও বাজার সৃষ্টির লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।

এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।