ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে ১০ দিনব্যাপী বাংলাদেশি চিত্রকর্ম প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মে ৫, ২০১৭
কাতারে ১০ দিনব্যাপী বাংলাদেশি চিত্রকর্ম প্রদর্শনী কাতারে ১০ দিনব্যাপী বাংলাদেশি চিত্রকর্ম প্রদর্শনী

কাতার: কাতারে প্রথমবারের মতো বাংলাদেশের শিল্পীদের তুলিতে আঁকা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ও বৈচিত্র্যময় চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

বুধবার (০৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ১০ দিনব্যাপী এ চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ।

কাতারের পর্যটন ও সাংস্কৃতিক নগরী ‘কাতারা’য় ১৯ নম্বর ভবনের দুই নম্বর গ্যালারিতে এই প্রদর্শনী চলবে আগামী ১৩ মে (শনিবার) পর্যন্ত।

‘কাতারা’র আয়োজনে ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এতে স্থান পেয়েছে ২৬ বাংলাদেশি চিত্রশিল্পী চিত্রকর্ম।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, শুধু শ্রমনির্ভর সম্পর্ক নয়, কাতার-বাংলাদেশ সম্পর্ক দু’দেশের মধ্যে সংস্কৃতি বিনিময়ের মধ্য দিয়ে হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি ভান্ডার সম্পর্কে জানার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ইউক্রেন, স্পেন, ভারত, আলজেরিয়া, মরক্কো, ইথিওপিয়া, উরুগুয়েসহ অন্যান্য দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

যাদের চিত্রকর্ম এ প্রদর্শনীতে স্থান পেয়েছে তারা হলেন- সৈয়দ জাহাঙ্গীর, সমরজিত রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, আব্দুস শাকুর, সৈয়দ আবুল বারক, মনসুরুল করিম, শহিদ কবির, নাইমা হক, ফরিদা জামান, রণজিৎ দাশ, নেসার হোসাইন, মুনিরুজ্জামান, মো. ইউনুস, রোকেয়া সুলতানা, জামাল আহমদ, শেখ আফজাল, কনক চাঁপা চাকমা, আহমদ শামসুদ্দোহা, মো. ইকবাল, কাজী সালাহউদ্দীন আহমদ, মাকসুদা ইকবাল নিপা, বিশ্বজিত গোস্বামী, তাইয়েবা বেগম লিপি।

প্রদর্শনী শেষে ১৪ মে (রোববার) অনুষ্ঠিত হবে বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশ নিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুল মান্না ইলিয়াসের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল দোহায় আসবেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস আসুদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।