তাই দীর্ঘ ২৩ বছর ধরে বারিসাহ ন্যাশনালের চেয়ারম্যান পদে দ্বায়িত্ব পালন করা মাহাথির এখন নিজ দলের বিরুদ্ধেই নির্বাচনে নামছেন। গুঞ্জন চলছে, নির্বাচনে কোন নিজের জন্য কোন আসন বেছে নেবেন মাহাথির।
আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির ২৪ জানুয়ারি এক অনুষ্ঠানে বলেছেন, আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, লাংকাউই, কুবাং পাসু বা পুত্রাজায়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবো।
তবে আজমিনের অফারকে সম্মান দিয়ে ৯৩ বছর বয়সী মাহাথির বলেছেন, ধন্যবাদ তার অফারের জন্যে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
এর একদিন আগে শনিবার আজমিন তার গোম্বাকের আসনটি ড. মাহাথিরকে ছেড়ে দেওয়ার কথা বলেন। তিনি জানান, জোটের ঐক্য রক্ষায় এবং পিকেআর রাজি হলে নিজ আসনটি মাহাথিরের জন্য ছেড়ে দিতে প্রস্তুত তিনি।
এর আগে গত দুই নির্বাচনেই গোম্বাক আসন থেকে জয় পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন আজমিন।
বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমএন/এমজেএফ