ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

হাঙ্গেরিতে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

অস্ট্রিয়া সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
হাঙ্গেরিতে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু আমান উল্লাহ আমান

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পানিতে ডুবে আমান উল্লাহ আমান নামের এক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

দেশটিতে বসবাসরত আরেক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার তিনি বুদাপেস্টের উপকণ্ঠে অবস্থিত একটি লেকে গোসল করতে যান বন্ধু-বান্ধবের সঙ্গে।

গোসলের এক পর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে না পেয়ে বন্ধুরা স্থানীয় পুলিশের সঙ্গে  যোগাযোগ করে। রাত দশটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আগামী মঙ্গলবার তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

আমান উল্লাহ আমান গত বছরের সেপ্টেম্বরে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম নামক শিক্ষাবৃত্তির অধীনে ইউনিভার্সিটি অব সেগেডে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করার জন্য হাঙ্গেরিতে পাড়ি জমিয়েছিলেন। তিনি সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।  

তার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য ইতোমধ্যে তার পরিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।