ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

করোনা ফ্রন্টলাইনযোদ্ধাদের সঙ্গে বুর্জ খলিফায় বাংলাদেশি তরুণের ছবি 

মোহাম্মদ ইরফানুল ইসলাম আমিরাত থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, এপ্রিল ১৭, ২০২১
করোনা ফ্রন্টলাইনযোদ্ধাদের সঙ্গে বুর্জ খলিফায় বাংলাদেশি তরুণের ছবি  বুর্জ খলিফা বাংলাদেশি তরুণের ছবি।

করোনা মহামারিতে বিপর্যস্ত পৃথিবী-করোনার গ্রাস থেকে মানুষকে বাঁচাতে সংযুক্ত আরব আমিরাতে ফ্রন্টলাইনের যোদ্ধাদের কাতারে কুমিল্লার তরুণ মোশাররফ শহীদ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১২টা ১মিনিটে বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় আলোকসজ্জার মাধ্যমে করোনাকালীন যুদ্ধের ফ্রন্ট লাইনারদের সঙ্গে বাংলাদেশি মোশাররফ শহীদের ছবিও দেখানো হয়েছে।

 

দুবাই মিউনিসিপালিটির পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টের কর্মী কুমিল্লার তরুণ মোশাররফ শহীদ। তাকে ঘিরে এমন আয়োজন বাংলাদেশকে সম্মানিত করেছে। তিনি সম্মানিত করেছেন আমাদের।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।