অশুভ শক্তিকে প্রতিহত করে নতুন বছরে সুখ শান্তি লাভের প্রত্যাশায় যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা নদী পূজা করেছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে বান্দরবানের রাজবাড়ী পরিবারের আয়োজনে এই নদী পূজা অনুষ্ঠিত হয়।
নদী পূজা উপলক্ষে ভোরে বান্দরবান সদরের রাজবাড়ী থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রাটি রাজবাড়ী থেকে শুরু হয়ে জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানি পাড়া সাংগু নদীর তীরে গিয়ে সমবেত হয়।
শোভাযাত্রায় বান্দরবান বোমাং রাজার রাজপুত্র চসিংপ্রু বনি, রাজপরিবারের সদস্য, বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারি (পাড়া প্রধান) সহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেয়। শোভাযাত্রায় বোমাং রাজার পক্ষে নেতৃত্ব দেন রাজপুত্র চসিংপ্রæ বনি।
এসময় সব অশুভ থেকে মুক্তি পেয়ে সবার জীবনে সুখ শান্তির প্রত্যাশায় প্রার্থনা করে এবং বিভিন্ন ফল ও মিষ্টান্ন উৎসর্গের পাশাপাশি মোমবাতি ও ধুপ জ্বালিয়ে নদীতে ফুল বিসর্জন দিয়ে দেবতার পূজা করে।
আয়োজকরা জানান, প্রাচীনকালে পার্বত্য জেলা বান্দরবানে অশুভ ও অদৃশ্য শক্তি প্রভাব বিস্তার করতো, এতে পাহাড়বাসীরা বিভিন্ন সময় নানান ধরনের রোগব্যাধিতে আক্রান্তসহ নানা সমস্যার সম্মুখীন হতো। তাই তারা বিশ্বাস করে, অশুভ শক্তির হাত থেকে রেহাই পেতে হলে এই নদী পূজা (ক্ষ্যং ফুহ) পালন করা দরকার। আর সেই বিশ্বাস থেকেই এই নদী পূজা পালন করে আসছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রতিবছর নতুন বাংলা বর্ষ বৈশাখ মাস এলেই তাই বান্দরবানে রাজপরিবারের পক্ষ থেকে এই নদী পূজার আয়োজন করা হয়, আর এর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরে সুখ শান্তি ও সবার মঙ্গল কামনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
আরএ