ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

সোমবার থেকে নড়িয়ার মূল সড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
সোমবার থেকে নড়িয়ার মূল সড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ সংগৃহীত ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মূল সড়কে সোমবার (২১ এপ্রিল) থেকে থ্রি-হুইলার (ট্রলি, মাহিন্দ্র, ট্রাক্টর, নসিমন, করিমন ও ভটভটি) চলাচল নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।  

শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রলি, মাহিন্দ্র, ট্রাক্টর, নসিমন, করিমন, ভটভটির (থ্রি-হুইলার) চালক ও মালিকদের জানানো যাচ্ছে যে, জনস্বার্থে সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মূল সড়কে সব ধরনের থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

এ ব্যাপারে নড়িয়া ইউএনও আমিনুল ইসলাম বুলবুল বলেন, নড়িয়ার মূল সড়কগুলোতে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। এর মধ্যে থ্রি-হুইলার চালকগুলো বেশি অদক্ষ। যে কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই জনদুর্ভোগ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।