গাইবান্ধা: গাইবান্ধায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত প্রায় দুইশ যোদ্ধাকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত আঞ্জেলাসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়া গণঅভ্যুত্থানে গাইবান্ধার শহীদ ছয়জনের স্বজনরা এবং অভ্যুত্থানে আহত দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জুলাই যোদ্ধা ২০২৪ এর গাইবান্ধা জেলা কার্যালয় উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
কার্ডধারীরা ভবিষ্যতে কি ধরনের সুবিধার আওতায় আসবেন জানতে চাইলে গাইবান্ধা সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান জানান, দেশের হাসপাতালগুলোতে যেসব সেবা-সুবিধা চালু আছে, কার্ডধারী প্রত্যককে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে তা দেওয়া হবে।
২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে গাইবান্ধাসহ সারা দেশে সংঘটিত হয় একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান। এতে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। এ আন্দোলনে অংশ নিয়ে বহু সাহসী ছাত্র-জনতা শহীদ ও আহত হন।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এসআই