ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

আমরা যদি দুর্নীতি করি, সেটাও দেখিয়ে দেবেন: দুদক চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আমরা যদি দুর্নীতি করি, সেটাও দেখিয়ে দেবেন: দুদক চেয়ারম্যান

নীলফামারী: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, অনেক সময় আমাকে শুনতে হয়- আপনারা দুর্নীতির কথা বলেন, কিন্তু আপনার নিজের অফিসে তো দুর্নীতিগ্রস্ত। এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো না।

আমি এটি মোটেই উড়িয়ে দিই না। আমরা যদি দুর্নীতি করি, সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব সেই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে। কারণ দুদক যদি দুর্নীতি করে, তখন তো আর বাকিদের বলার কিছু থাকে না।


তিনি বলেন, বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে, আমাদের যুবশক্তি যে অত্যন্ত শক্তিশালী যুবশক্তি, এটা প্রমাণ করেছে, এ যুবশক্তি দেশ স্বাধীন করেছে। এ যুবশক্তির হাতেই অভাবনীয় পরিবর্তন ঘটবে, যুবশক্তি যদি ঠিকভাবে কাজ করে, সতর্ক থাকে। কিন্তু তারা আবার নিজেরা যদি চাঁদাবাজির মধ্যে ঢুকে যায়, তাহলে খুব মুশকিল। তারা যদি সতর্ক থাকে, বাংলাদেশে তারাই হবে শ্রেষ্ঠ প্রহরী। বাংলাদেশকে তারাই রক্ষা করবে।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ গণশুনানি হয়।  

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
  
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে গণশুণানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রংপুর বিভাগীয় পরিচালক মো. তালেবুর রহমান।  

এ সময় জেলার বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থার অভিযুক্ত ব্যক্তি ও অভিযোগকারীদের মুখোমুখি করা হয় গণশুনানিতে। এ সময় অভিযুক্তদের অনেকের উপস্থিতিতেই এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ লিখিতভাবে ৮১টি অভিযোগ উত্থাপন করেন। সেই সঙ্গে সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়।

গণশুনানিতে ৮১টি অভিযোগের মধ্যে দুটি আদালতে রয়েছে, কয়েকটি অপ্রাসঙ্গিক ও ৫৭টি অভিযোগ নিষ্পত্তি করা হয়। এর মধ্যে পঞ্চপুকুর শাহ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের নামে ভুয়া বিল ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগে নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানীকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিদ্যালয় থেকে ইএফটি ও এফপিও সংশোধনের জন্য অর্থ আদায়ের অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী বোরহান উদ্দিনকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় আমার ধারণা নীলফামারীতে দুর্নীতির প্রকোপ কম। কিন্তু আমি ঢাকার অবস্থা যেটা দেখি সেটা বেশ বেশি। যেখানে যেখানে প্রকোপ কম সেটাকে একটা মডেল জেলা হিসেবে দাঁড় করানো সম্ভব। আমি আশা করব, একটা সময় আপনারা নিজেরাই ঘোষণা করবেন নীলফামারী হচ্ছে বাংলাদেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা।

তিনি বলেন, আমাদের যে কর্মপদ্ধতি, এটার মধ্যে খানিকটা ভ্রান্তি আছে। সেটা হচ্ছে আমরা যে সময় ব্যয় করি, মোট সময়টা পুরোনো দুর্নীতিকে কীভাবে নিরসন করা যায় তার পেছনে। আসলে আমাদের বড় কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়, সেটা রোধ করা। কোথায় দুর্নীতি হয় আমি, আপনি আমরা সবাই জানি। যদি জেনেই থাকি, তাহলে ভবিষ্যতের দুর্নীতি ঠেকাবার জন্য এখন থেকেই যদি আমরা সতর্ক থাকি, তাহলে কি দুর্নীতি দূর হবে না?

অনুষ্ঠানের গণশুনানিতে অংশগ্রহণকারীরা দুদক কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত খোলামেলা আলোচনা করেন।  

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এসআই
 


 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ