ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

অসদুপায় অবলম্বন: জামালপুরে ১৪ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
অসদুপায় অবলম্বন: জামালপুরে ১৪ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোকেশনাল শাখার ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলায় ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটেছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, পরীক্ষার সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গেলে বিষয়টি তার নজরে আসে। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে বই, চিরকুট ও মোবাইলফোন ব্যবহার করে নকল করছে। পরে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট তিনটি কক্ষে দায়িত্ব পালনকারী তিনজন শিক্ষককে অব্যাহতির সুপারিশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ