সিলেটে খেলার মাঠ থেকে হত্যা মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে ছাত্র-জনতা তাকে আটক করে।
আটক ফাহিম আহমদ (২৫) পৌরশহরের দক্ষিণ ফতেহপুর দাসগ্রামের সফিক উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক ফাহিম ৫ আগস্ট বিয়ানীবাজার থানা প্রাঙ্গণে নিহত ময়নুল ইসলাম হত্যা মামলার আসামি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ফাহিম আহমদকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর গুলিতে নিহত ময়নুল ইসলাম নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে গত বছরের ২৬ আগস্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি সিলেট সিআইডিতে তদন্তাধীন রয়েছে। ওই হত্যা মামলার ২৬ নম্বর এজাহারভুক্ত আসামি ফাহিম।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এনইউ/এমজেএফ