চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে শিকারি পাখি ব্যবহার করে পাখি শিকারের দায়ে মো. আব্দুস ছালাম (৫৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০১২) বিকেলে পরিচালিত এই অভিযানে তার বাড়ি থেকে দেশীয় তিলা ঘুঘু ও পাখি শিকারের ফাঁদ জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে শিকারি পাখি দিয়ে পাখি শিকারের অভিযোগ উঠে আসছিল। চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন ‘মানবতার জন্য’ ও বন বিভাগ তাকে একাধিকবার সতর্ক করেও ব্যর্থ হয়।
অবশেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান এবং পরিবেশবাদী সংগঠনের নেতারা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেন।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অভিযুক্তকে ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং লিখিত মুচলেকা নেওয়া হয়।
অভিযান শেষে চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়।
পাখিপ্রেমী ও পরিবেশবাদী সংগঠন ‘মানবতার জন্য’-এর সাধারণ সম্পাদক শাহিন সরকার বলেন, পাখি আমাদের প্রকৃতির অমূল্য রত্ন। কিছু মানুষের অজ্ঞতা ও লোভের কারণে এই জীবগুলো হারিয়ে যাচ্ছে। আমরা চাই, সবাই সচেতন হোক। শুধু আইন দিয়ে নয়, ভালোবাসা দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে।
বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
আরএ