জয়পুরহাট: জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে গণসংযোগ-২০২৫ উপলক্ষে দাওয়াতি বুথ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে এ দাওয়াতি বুথ চালু করা হয়।
বুথটি উদ্বোধন করেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ও আসন্ন সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, তরুণ উদ্যোক্তা ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, শহর আমির মাওলানা আনোয়ার হোসাইন, সদর আমির মাওলানা ইমরান হোসাইন, শহর নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুর রহিম ও শহর সেক্রেটারি মিজানুর রহমান।
জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাইদ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কোনো রাজনীতি নয়, এটা সবার দায়িত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার জন্য আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসআই