পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীকুণ্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পাঁচজন হলেন— পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০), আলম (২৭) ও বাদশা (২১)।
আহত ১০ জনের পরিচয় জানা যায়নি। তবে তাদের সবাইকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে, ভাই-ভাতিজা ও নিজের পক্ষের লোকজনকে নিয়ে সরকার থেকে লিজ নেওয়া চরের সম্পত্তি দেখতে যান রিকাত আলী শেখ। এ সময় প্রতিপক্ষ মকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মীরের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এ হামলা চালায়। হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন এবং আহত হন অন্তত ১০। আহতদের মধ্যে গুরুতরদের পাবনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
রিকাত আলী শেখ বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মকুল মেম্বার, তরিকুল মেম্বার, সরকারের পট পরিবর্তনের পর থেকে এলাকা থেকে পালিয়ে গিয়ে চরে গিয়ে গা ঢাকা দিয়ে আছেন। এবং সেখান থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডিগ্রির চরের হাজার বিঘা জমি দখল নিয়ে দীর্ঘ বছর ধরে কুষ্টিয়া অঞ্চলের একটি পক্ষের সঙ্গে ঈশ্বরদী অঞ্চলের পক্ষের মধ্যে ঝামেলা চলছে। সম্প্রতি সরকারিভাবে ডিগ্রির চরের এই সম্পত্তি লিজ দিয়েছে সরকার। সেই লিজের সম্পদ দখলকে কেন্দ্র করে শুক্রবার ঈশ্বরদী অঞ্চলের ইয়াসিন ও মক্কেল মৃধা পক্ষের সঙ্গে কুষ্টিয়া অঞ্চলের মুকুল ও কালু বাহিনীর সঙ্গে ঝামেলার সূত্রপাত। এ ঘটনার পর থেকে চর অঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে।
ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে ঘটনার বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসআরএস