নোয়াখালী সদর উপজেলা থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে মীর হোসেন সাদ্দাম (৩১) নামে সাবেক এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিক পুলিশ ও নিহতের স্বজনরা এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের নতুন বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মীর হোসেন সাদ্দাম জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মনোহর আলী পিয়ানো বাড়ির মৃত মমিনুল হকের ছেলে।
তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সভাপতি ছিলেন। এছাড়া রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিসানের রড-সিমেন্টের দোকানের ম্যানেজার ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর নিজ গ্রাম থেকে সাদ্দাম নিখোঁজ হন। এরপর তার পরিবার বিষয়টি মৌখিকভাবে বেগমগঞ্জ থানা পুলিশকে অবহিত করে।
শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের নতুন বাড়িতে আম কুড়াতে যায় কয়েকজন শিশু। সেখানে তারা একটি সেপটিক ট্যাংকের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় সাদ্দামের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে বিষয়টি অবহিত করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে সদর ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
আরএ