ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

আ.লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার ভাস্কর্য ভেঙে ফেললেন ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৪৭ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
আ.লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার ভাস্কর্য ভেঙে ফেললেন ইউপি চেয়ারম্যান নৌকার ভাস্কর্যসহ গেট ও ভেঙে ফেলার পর

গোপালগঞ্জ: আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু সাইদ শিকদার।

তিনি প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লার ভাগনে।

এ কার‌ণে প্রচণ্ড প্রতাপ ও ক্ষমতাশালী ছি‌লেন। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবু সাইদ শিকদার। আওয়ামী লীগ আমলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এই ইউপি চেয়ারম্যান ভোল পাল্টে ফেলানোতে উপজেলাব্যাপী সমালোচনার ঝড় বইছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু সাইদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে নির্মিত নৌকার ভাস্কর্যটি নিজে থেকেই ভেঙে ফেলেন। নৌকার ভাস্কর্যটি ভাঙার সময় চেয়ারম্যান আবু সাইদ শিকদার সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু সাইদ শিকদার তার বাড়ির সামনের পুকুর পাড়ে কয়েক বছর আগে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্য নির্মাণ করেন। আজ সকালে আবু সাইদ শিকদার লোকজন দিয়ে নৌকার সেই ভাস্কর্যটি ভেঙে ফেলেন।

পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মামা প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন আবু সাইদ শিকদার। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।  

এছাড়া মামার প্রভাবে তি‌নি গোপালগ‌ঞ্জে বি‌ভিন্ন সরকা‌রি দপ্তর থে‌কে কো‌টি কো‌টি টাকার কাজ বা‌গি‌য়ে নি‌য়ে‌ছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু সাইদ শিকদারের এমন কাজে আমরা হতবাক হয়েছি। আমরা এই নৌকার ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে আবু সাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শ্যচ্যুত হয়েছেন তাই পালিয়েছেন। ওই দল আর আমি করবো না, তিনি ফিরে এলেও না। তাই নৌকার ভাস্কর্য ভেঙে ফেলেছি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
আরএ

বাংলাদেশ সময়: ২:৪৭ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
Sheuli
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।