ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ডাকাতিয়া নদীতে নেমে কলেজছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:১৫ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
ডাকাতিয়া নদীতে নেমে কলেজছাত্র নিখোঁজ ডাকাতিয়া নদীতে নিখোঁজ কলেজছাত্র, চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে সৌম্য দ্বীপ সরকার আপন (১৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।  

রোববার (২৭ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় একটি বাল্কহেডের সৃষ্ট প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে সে নদীতে তলিয়ে যায় বলে জানা গেছে।

নিখোঁজ আপন জেলা শহরের মিশন রোড এলাকার বাসিন্দা ও পুরানবাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা মানিক রঞ্জন সরকার হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আপন তার কয়েকজন বন্ধুর সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসল করতে নামে। পরে তারা সাঁতরে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি বাল্কহেড নৌযানের সৃষ্ট প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নদীতে তলিয়ে নিখোঁজ হয় আপন। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়।

আপনের মা শান্তা সরকার জানান, ছেলে অল্প সাঁতার জানতো এবং কাউকে না জানিয়েই নদীতে গোসল করতে গিয়েছিল।

ফায়ার সার্ভিসের নৌ-ইউনিটের টিম লিডার আলী আহম্মদ জানান, দুপুর আড়াইটার দিকে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে তারা ২টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালানো হলেও নিখোঁজ হওয়া ছাত্রের সন্ধান পাওয়া যায়নি।

কোস্টগার্ড ডুবুরি দলও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সোমবারও (২৮ এপ্রিল) উদ্ধার অভিযান চলবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসআরএস

বাংলাদেশ সময়: ৯:১৫ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।