খাগড়াছড়ি: 'দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপস করো ভাই, লিগাল এইড আছে পাশে, কোনো চিন্তা নেই' এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জজকোর্ট প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, যাদের মামলা পরিচালনা করার মতো কোনো আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য কোনো রকম ফি ছাড়া লিগ্যাল এইড কমিটি আইনগত সহায়তা প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আজিজুল হক।
এ সময় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম, খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নোমান মইনুদ্দিন। এরই মধ্যে খাগড়াছড়িতে ১৩০টি মামলার মধ্যে ৭৪টি মামলা নিস্পত্তি হয়। এছাড়া ১৮ কোটি টাকা কোনো রকম ফি ছাড়া উদ্ধার করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
এডি/জেএইচ