ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ঘোড়াঘাটে যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, এপ্রিল ২৮, ২০২৫
ঘোড়াঘাটে যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ২ আটক দুই ডাকাত

দিনাজপুরের ঘোড়াঘাটে সাধারণ যাত্রীদের গাড়ি ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

সোমবার (২৮ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৭ এপ্রিল) রাতে উপজেলার ধলিহার খাঁ পুকুর এলাকায় নির্মাণাধীন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- জয়পুরহাট কালাই উপজেলার বিয়ালা এলাকার আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক (৪৯) ও একই উপজেলার চাকলামা নিমেরপাড় এলাকার সৈয়দ আলী বাচ্চু ছেলে আজিজার রহমান (৩৮)।

পুলিশ জানায়, রোববার রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি দল সরকারি গাড়ি নিয়ে টহল দিচ্ছিল। একই সময় ডাকাতের একটি দল উপজেলার ধলিহার খাঁ পুকুর এলাকায় নির্মাণাধীন ব্রিজের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের গাড়িটি ওই এলাকায় এলে সাধারণ যাত্রীদের গাড়ি মনে করে গতিরোধ করে ১০-১২ জনের একটি ডাকাত দল। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি ডাকাতির প্রস্তুতি মামলা করা হয়েছে।

এছাড়াও ইমদাদুলের নামে বিভিন্ন থানায় ১২টি এবং আজিজারের নামে ডাকাতির দুই মামলা আদালতে চলমান আছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।