পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ‘স্ক্র্যাপ শেডে’ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রে আরএনপিএল’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিকে এ কমিটির প্রধান, নির্বাহী প্রকৌশলী শওকত ওসমান এবং ডিপুটি ম্যানেজার আমিনুল ইসলামের সমন্বয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির অপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।
এর আগে রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় বিদ্যুৎকেন্দ্রের ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি টিম, বিদ্যুৎকেন্দ্রের দুটি টিম, নৌ-বাহিনীর একটি টিম ও সেনাবাহিনীর প্রচেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মূল প্লান্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অগ্নিকাণ্ডের মূল্যবান কোনো যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি না হলেও পরিত্যক্ত বেশ কিছু স্ক্র্যাপসহ লোহা-লক্কর পুড়ে গেছে।