গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসনের সাবেক কাউন্সিলর তাসলিমা নাসরিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাদের নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর ও কোনাবাড়ী থানা মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন এবং কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম (৫০)।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন আহমেদ জানান, কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। পরে বাইমাইল এলাকা থেকে তাসলিমা নাসরিন ও নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইননি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি জানান, যারা এলাকার খারাপ প্রকৃতির লোক ও সন্ত্রাসী তাদের ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
আরএস/এএটি