সাভার (ঢাকা): ঢাকা ইপিজেডে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পাওয়া চাহিদা মাফিক বিদ্যুতে শতভাগ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তবে সাভারের ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগের কোনো সমাধান হয়নি।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম। এর আগে গত সোমবার প্রায় ৪০০ কোটি টাকার অধিক বিল বকেয়া থাকায় ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুরের পর ডিইপিজেডের সব কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এবং গতকাল পল্লিবিদ্যুৎ সমিতি থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে এবং নিজস্ব জেনারেটরের মাধ্যমে ৮৫টি কারখানা উৎপাদন চালিয়ে গেলেও বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ থাকে ৫টি কারখানা। প্রায় ৪০০ কোটি টাকারও বেশি বকেয়া বিলের জন্য তিতাস কর্তৃপক্ষ সাভারের ডিইপিজেডের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ডিইপিজেডে।
ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো: শরিফুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ডিইপিজেডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাওয়ায় সকাল থেকে বিদ্যুৎ দিয়ে শতভাগ কারখানা উৎপাদনে ফিরেছে। কারখানাগুলোতে স্বাভাবিক দিনের ন্যায় কাজ করছে শ্রমিকরা।