ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বিএটি’র চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৮, মে ১, ২০২৫
বিএটি’র চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা

কুষ্টিয়া: শ্রম আইন না মানার অভিযোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটি) চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

বুধবার (৩০ এপ্রিল) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের শ্রম পরিদর্শক ফারজুন ইসলাম বাদী হয়ে খুলনা বিভাগীয় শ্রম আদালতে মামলা করেন।

সোমবার (২৮ এপ্রিল) খুলনা বিভাগীয় শ্রম আদালতে মামলার আবেদন করলে বুধবার শ্রম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা শুনানি শেষে মামলাটি নথিভুক্ত করেন।

মামলার অভিযুক্ত আসামিরা হলেন- বিএটি’র বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, হেড অব অপারেশনস জর্জ লুইস মার্সেডো, সেক্রেটারি এবং সিনিয়র লিগ্যাল কাউন্সেল সৈয়দ আফজাল হোসেন, কোম্পানির কুষ্টিয়া লিফ ফ্যাক্টরির প্ল্যান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কুষ্টিয়া কার্যালয়ের উপমহাপরিদর্শক ফরহাদ ওহাব মামলার বিষয়টি নিশ্চিত করেন।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগসহ ২৩ এপ্রিল থেকে ২২ দফা দাবিতে কুষ্টিয়ায় বিএটি’র কারখানার মৌসুমি শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।